ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
পোষ্য কোটা বাতিলের দাবিতে রাতেও উত্তাল জাহাঙ্গীরনগর
ডুয়া নিউজ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা নতুন প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন।
এই প্রতিবেদনের লেখার সময় (রাত সাড়ে ১০টা) তারা সেখানে অবস্থান করছেন, আর ভিতরে পোষ্য কোটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভা চলছে।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “উপাচার্য আগামীকাল সকাল ১০টা পর্যন্ত সময় চেয়েছিলেন, তবে শিক্ষার্থীরা রাত ৯টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।”
তিনি বলেন, “এ সময়ের মধ্যে উপাচার্য আমাদের দাবির বিষয়ে জানানোর কথা বলেছেন। যদি পোষ্য কোটা বাতিল না করা হয়, তাহলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের পথে অগ্রসর হবে।”
এর আগে গত রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রশাসনের আশ্বাসে তারা ওই রাতেই অনশন ভাঙলেও পরদিন পুনরায় আন্দোলন শুরু করেন।
সোমবার রাতে প্রশাসন নতুন সিদ্ধান্ত জানায় যে, প্রতিবছর ৪০টি আসনে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি করা হবে, তবে যাতে অন্তত ৪০ শতাংশ নম্বর থাকতে হবে। এবং একজন চাকরিজীবী একবারই এই কোটার সুবিধা পাবেন। চাকরিজীবীর সন্তানদের জন্য এই কোটা প্রযোজ্য হবে।
আজ সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। তারা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে পোষ্য কোটা নিয়ে স্থিরকৃত পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এ সময় প্রতিবাদ করতে গেলে একজন শিক্ষার্থীকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। কর্মকর্তা-কর্মচারীদের দাবি, পূর্বের নিয়ম আপাতত বজায় রাখতে হবে।
পোষ্য কোটাসংক্রান্ত সব শর্ত বাতিল ও পূর্বের নিয়ম ফিরিয়ে নেওয়ার দাবিতে বুধবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
এদিকে আন্দোলনকারীরা বলেন, এই ঘোষণার পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সরাসরি ইন্ধন রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস