ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

২০২৬ জানুয়ারি ০৪ ২১:১৫:০৬

তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখা নিয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৪ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের পাশাপাশি উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

দেশের ব্যবসায়িক খাতের প্রায় সকল শীর্ষ সংগঠনের প্রধান ও করপোরেট ব্যক্তিত্বরা এই বৈঠকে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন—আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ. কে. আজাদ, বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান Khan এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

এছাড়া বৈঠকে উপস্থিত আছেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, মেঘনা গ্রুপের এমডি মোস্তাফা কামাল এবং উত্তরা মোটরসের চেয়ারম্যান মতিউর রহমান। বিটিএমএ, ডিসিসিআই, এমসিসিআই এবং বাপি-সহ বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের বর্তমান ও সাবেক সভাপতিরা এই আলোচনায় শরিক হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, শিল্পায়ন, কর্মসংস্থান এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের মতামত নিতেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার পর দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এটিই তাঁর প্রথম বড় কোনো আনুষ্ঠানিক বৈঠক।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত