ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
‘১৮ হাজার শিক্ষিত যুবককে ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ দেওয়া হবে’
স্পোর্টস ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে ১৮ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে।
রোববার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৪৮টি জেলায় শিক্ষিত ও কর্ম প্রত্যাশী যুবকদের জন্য তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ড. নজরুল বলেন, দেশের শিক্ষিত যুবকদের ফ্রিল্যান্সিংয়ের সুযোগ অনন্য এবং এটিকে আরও বিস্তৃত করা জরুরি। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে চাকরির পেছনে ঘুরতে হয় না এবং বড় ধরনের কোনো বিনিয়োগ ছাড়াই কাজ করা যায়।
তিনি আরও বলেন, বাসায় বসে বিদেশের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হয়ে অর্থ উপার্জন করা সম্ভব। চীন ও ভারত এই ক্ষেত্রকে ব্যাপকভাবে গ্রহণ করেছে, আমাদেরকেও তা অনুসরণ করা উচিত। ড. নজরুল আশা প্রকাশ করেন, এই প্রকল্পের মাধ্যমে শেষ পর্যন্ত ১৮ হাজার যুবক প্রশিক্ষণ গ্রহণ করবে, তবে তিনি মনে করেন এটি আরও বিস্তৃত হওয়া উচিত ১৮ হাজার নয়, বরং ১৮ লাখ যুবকও এতে অংশ নিতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে তিন মাস মেয়াদি ৫ম ব্যাচের প্রশিক্ষণ কোর্স শুরু হয়। প্রতি জেলায় ৩ ব্যাচে ৭৫ জন করে মোট ৩৬০০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছে। বয়স ১৮-৩৫ বছর এবং কমপক্ষে এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
প্রশিক্ষণ শেষ করার পর ওয়ানডে ওয়ার্কিং সেশনে শিক্ষার্থীরা তাদের অর্জিত দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতা অন্য প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভাগ করবেন। এটি প্রশিক্ষণকে আরও কার্যকর ও উৎসাহব্যঞ্জক করবে।
জানা গেছে, জানুয়ারি ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৬ মেয়াদে জিওবি অর্থায়নে মোট ২৯৯.৯৯ কোটি টাকার ব্যয়ে ২৮,৮০০ জন প্রশিক্ষণার্থীর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে ৪৮টি জেলায় ১০,৮০০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এর মধ্যে ৬২% বা ৬,৭৩২ জন দেশে ও বিদেশে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে আয় করতে সক্ষম হয়েছে। মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১১,৩৯,৯৯৬ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি ২ লাখ ১৯ হাজার ৬২৯ টাকা।
প্রশিক্ষণ কোর্স নিয়মিত তদারকি করছেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকগণ। প্রতি জেলায় ৭৫ জন করে তিন ব্যাচে ৩৬০০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল