ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সূচক ও লেনদেনে গতি, বাজারে ফিরছে আস্থার আভাস

২০২৬ জানুয়ারি ০৪ ১৫:০৮:৫৬

সূচক ও লেনদেনে গতি, বাজারে ফিরছে আস্থার আভাস

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহের শেষ কর্মদিবসের ধারাবাহিকতা বজায় রেখে রোববার (০৪ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। দিনজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকায় দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে মোট লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। বাজারের এই চিত্রকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার সংশ্লিষ্টদের মতে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাদের ধারণা, নির্বাচনের পর দেশের সামগ্রিক পরিস্থিতিসহ অর্থনীতির বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরছে বলেও মনে করছেন তারা।

তাদের আরও মতে, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে দলের নেতা তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে শেয়ারবাজারকে পুনরুজ্জীবিত করতে তিনি বিশেষ উদ্যোগ নিতে পারেন—এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের একটি অংশের মধ্যে রয়েছে। যেহেতু তিনি শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত, তাই বাজারকে ঘুরে দাঁড় করাতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে। এর ফলে শেয়ারবাজার আবারও ২০১০ সালের ধসের আগের অবস্থায় ফিরতে পারে—এমন আশাবাদ থেকেই বিনিয়োগকারীরা লেনদেনে অংশগ্রহণ বাড়াচ্ছেন, যার প্রভাব পড়ছে সূচক ও লেনদেনে।

তবে বাজার সংশ্লিষ্টরা সতর্ক করে বলছেন, বর্তমান সময়ে দুর্বল কোম্পানির শেয়ারে বিনিয়োগ না করে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করাই হবে বেশি নিরাপদ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৫.২৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬.৬১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৮.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৮৭.৮৪ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২০৪টির দর বেড়েছে, ১৪৩টির দর কমেছে এবং ৪৩টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৫৩৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৩৬৮ কোটি ১৫ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ১৬৯ কোটি ২৬ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪ কোটি ৩৮ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০টির, কমেছে ৬১টির এবং পরিবর্তন হয়নি ১৪টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৭.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১৯.৫৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৯৬.৬৩ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত