ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

ঢাকা-৮ এ নাসীরুদ্দীন ও রংপুর-৪ এ আখতার: আলোচনায় দুই নেতার হলফনামা

২০২৬ জানুয়ারি ০১ ১৯:২৮:১৭

ঢাকা-৮ এ নাসীরুদ্দীন ও রংপুর-৪ এ আখতার: আলোচনায় দুই নেতার হলফনামা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা দাখিলের প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা—মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব আখতার হোসেনের সম্পদের তথ্য প্রকাশ্যে এসেছে। উভয়ের দাখিলকৃত হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, রাজপথের লড়াকু এই দুই নেতার কারোরই নেই কোনো নিজস্ব বাড়ি বা গাড়ি।

ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে লড়ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর পেশা হিসেবে হলফনামায় উল্লেখ করেছেন ‘মার্কেটিং কনসালটেন্সি’। তাঁর তথ্য অনুযায়ী, স্বামী-স্ত্রীর মিলে মোট ২২ লাখ টাকার স্বর্ণালংকার রয়েছে। নাসীরুদ্দীনের হাতে নগদ ২৫ লাখ এবং স্ত্রীর নামে ৫ লাখ টাকা জমা আছে। পেশা ও চাকরি থেকে তাঁর মোট বার্ষিক আয় প্রায় সাড়ে ৪ লাখ টাকা। স্থাবর সম্পদের ঘরে কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্টের তথ্য নেই তাঁর। তবে ব্যাংকে নাসীরুদ্দীনের নামে মাত্র ৮ হাজার টাকা থাকলেও স্ত্রীর নামে রয়েছে সোয়া ৬ লাখ টাকার বেশি।

অন্যদিকে, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে সংসদ সদস্য পদে লড়ছেন সদস্য সচিব আখতার হোসেন। পেশায় ‘শিক্ষানবিশ আইনজীবী’ এই তরুণের হাতে নগদ ১৩ লাখ টাকা থাকলেও নেই কোনো গাড়ি বা বাড়ি। তাঁর স্ত্রীর নামে নগদ রয়েছে ৪ লাখ টাকা। আখতারের কৃষি, ব্যবসা ও চাকরি থেকে বার্ষিক আয় ৫ লাখ ৫ হাজার টাকা। হলফনামায় নিজের ৭ লাখ ও স্ত্রীর ১০ লাখ টাকার গহনা থাকার কথা জানিয়েছেন তিনি। স্থাবর সম্পদ হিসেবে তাঁর মাত্র ১৮ শতাংশ কৃষি জমি রয়েছে, যার বর্তমান মূল্য ২৩ হাজার টাকা। উল্লেখ্য, ডাকসুর সাবেক এই নেতার সমর্থনে এই আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী সরে দাঁড়িয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই দুই কাণ্ডারি এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। হলফনামায় উঠে আসা তাঁদের এই সাধারণ জীবনচিত্র রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত