ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

ডিএসই-তে নতুন জেনারেল ম্যানেজার হাসান তারেক চৌধুরী

২০২৬ জানুয়ারি ০১ ১৮:৫৬:০১

ডিএসই-তে নতুন জেনারেল ম্যানেজার হাসান তারেক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মানবসম্পদ ও প্রশাসন বিভাগে যোগ হয়েছে নতুন গতি। প্রায় তিন দশকের সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ মানবসম্পদ বিশেষজ্ঞ হাসান তারেক চৌধুরী প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএসইতে যোগদানের আগে হাসান তারেক চৌধুরী বহুজাতিক কোম্পানি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন। সেখানে তিনি ‘হেড অব পিপল অ্যান্ড কালচার বিজনেস পার্টনারিং’ হিসেবে মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ ২৯ বছরের ক্যারিয়ারে তিনি প্রায় ২০ বছরই বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে নেতৃত্বের পর্যায়ে কাজ করেছেন।

তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি নোভার্টিস বাংলাদেশ, মেটলাইফ, এসিআই লিমিটেড, এমজিএইচ গ্রুপ এবং প্রাণ-আরএফএল-এর মতো বড় বড় করপোরেট হাউসে এইচআর বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফার্মাসিউটিক্যালস, বীমা, এফএমসিজি এবং শিপিংয়ের মতো ভিন্ন ভিন্ন খাতে মানবসম্পদ নীতি প্রণয়ন, সাংগঠনিক উন্নয়ন এবং কর্মী ব্যবস্থাপনা চ্যালেঞ্জ মোকাবিলায় তার বিশেষ দক্ষতা রয়েছে।

শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও হাসান তারেক চৌধুরীর কাজের অভিজ্ঞতা সমাদৃত। তিনি পাকিস্তান ও শ্রীলঙ্কায় এমজিএইচ গ্রুপের জন্য নতুন সংস্থা এবং পিপল সেটআপ তৈরিতে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও জেটিআই-এর বৃহৎ জনবল রূপান্তর প্রকল্প এবং নোভার্টিসের সাংগঠনিক পুনর্গঠনে তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।

শিক্ষাক্ষেত্রেও তিনি অসামান্য মেধার পরিচয় দিয়েছেন। হাসান তারেক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ সম্পন্ন করেন। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এবং ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট (আইপিএম) থেকে ডিপ্লোমা অর্জনকালে উভয় ক্ষেত্রে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত