ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃ'ত্যুতে ভোটের তফসিলে প্রভাব নেই: ইসি

২০২৫ ডিসেম্বর ৩০ ১৬:৩৩:১৪

খালেদা জিয়ার মৃ'ত্যুতে ভোটের তফসিলে প্রভাব নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হলেও তাঁর মৃত্যুতে নির্বাচনের তফসিল বা ভোট কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির মতে, আইন অনুযায়ী এ ক্ষেত্রে পুনরায় তফসিল ঘোষণার প্রয়োজন নেই।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, কোনো প্রার্থী বৈধভাবে মনোনীত ঘোষণার পর মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনে নতুন করে তফসিল দিতে হয়। তবে খালেদা জিয়ার ক্ষেত্রে মনোনয়নপত্র বাছাইয়ের আগেই মৃত্যু হওয়ায় সে বিধান প্রযোজ্য হবে না।

এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. তৌফিকুর রহমান বলেন, বাছাইয়ের আগেই বিএনপি চেয়ারপার্সনের মৃত্যু হওয়ায় তাঁর মনোনয়নপত্র আপাতত স্থগিত থাকবে। তবে বগুড়া-৭ আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকায় এবং এখনো প্রতীক বরাদ্দ না হওয়ায় নির্বাচন কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি হবে না।

তিনি আরও জানান, আইন ও বিধি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে এবং আগামী ৪ জানুয়ারির মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মনিরা হক বলেন, ফেনী-১ আসনেও ভোটের কার্যক্রম স্বাভাবিক থাকবে। বিএনপির একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে এবং আরপিও অনুযায়ী যাচাই শেষে একজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্ধারণ করা হবে। তিনটি আসনের মনোনয়নপত্রের সিদ্ধান্ত ৪ জানুয়ারি প্রার্থীদের উপস্থিতিতে ঘোষণা করা হবে।

দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলামও জানিয়েছেন, দিনাজপুর-৩ আসনে নির্বাচন কার্যক্রম নির্বিঘ্নে চলছে এবং মনোনয়নপত্র বাছাইয়ের কাজ নিয়ম অনুযায়ী এগিয়ে যাচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে ৩০ ডিসেম্বর এবং চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে।

ইসির তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই শেষে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি, চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত