ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

২০২৫ ডিসেম্বর ২৯ ১৩:০২:৪৭

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বিজিবি দিবস-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের আর মাত্র ৪৫ দিনের মতো বাকি আছে। এই নির্বাচনকে সফল ও শান্তিপূর্ণ করা বিজিবির অন্যতম বড় দায়িত্ব। তিনি বলেন, “নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, বিজিবিকে সেই দায়িত্ব পালন করতে হবে। জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষে বিজিবিকে এখন থেকেই সুসংগঠিত হতে হবে।”

সীমান্ত সুরক্ষার বিষয়ে কঠোর বার্তা দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনোভাবেই সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করতে দেওয়া যাবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবির নজরদারি আরও বাড়াতে হবে। মাদক ও চোরাচালানের সঙ্গে কোনো কর্মকর্তা বা বিজিবি সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও নির্দেশ দেন যেন দেশের কোনো সন্ত্রাসী বা অপরাধী সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে বিজিবিকে দক্ষ ও কৌশলী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “সীমান্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে।” এছাড়া বাহিনীর চেইন অব কমান্ড বজায় রাখা, কঠোর শৃঙ্খলা এবং সদস্যদের কল্যাণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সজাগ থাকার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় বিজিবি দিবসের মূল অনুষ্ঠানটি পিছিয়ে আজ (২৯ ডিসেম্বর) আয়োজন করা হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত