ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রধান বিচারপতির বিশেষ অভিভাষণ মঙ্গলবার

২০২৫ ডিসেম্বর ২৯ ১১:০৯:২৯

প্রধান বিচারপতির বিশেষ অভিভাষণ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক: দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সারাদেশের বিচারকদের উদ্দেশে অভিভাষণ দেবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হবে।

রোববার (২৮ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রকাশিত এক স্মারকে এই তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্মারকে বলা হয়, দেশের সব জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। বিচার বিভাগের শুদ্ধাচার, মামলার জট নিরসন এবং আইনের শাসন সুসংহত করার বিষয়ে প্রধান বিচারপতি বিচারকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করা হয়। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) সকালে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর এটিই তাঁর বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে প্রথম বড় কোনো আনুষ্ঠানিক কর্মসূচি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত