ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

নজিরবিহীন পদক্ষেপে সব শেয়ার হারালেন বিনিয়োগকারীরা

২০২৫ ডিসেম্বর ২৮ ১৮:২১:২৮

নজিরবিহীন পদক্ষেপে সব শেয়ার হারালেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত শরিয়াহভিত্তিক ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকে (এসআইবিএল) নজিরবিহীন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আজ রবিবার (২৮ ডিসেম্বর) ব্যাংকটির ১১৪০ কোটি ১৬ লাখ টাকার সম্পূর্ণ পরিশোধিত মূলধন ‘শূন্য’ ঘোষণা করেছে। এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংকটির বর্তমান মূলধন কাঠামো সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হচ্ছে এবং পুনর্গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংক রেজোলিউশন বিভাগ’ ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’-এর ৩৩ ধারার অধীনে সোশ্যাল ইসলামী ব্যাংকের জন্য বিশেষ আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী, ব্যাংকটির ইস্যু করা সমস্ত শেয়ার বাতিল ঘোষণা করা হয়েছে। এর ফলে শেয়ারহোল্ডারদের হাতে থাকা শেয়ারের আর কোনো আর্থিক মূল্য থাকবে না এবং তারা এখন থেকে ব্যাংকের মালিকানা বা ডিভিডেন্ডে কোনো দাবি করতে পারবেন না।

এই পদক্ষেপের মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের সব অধিকার তাৎক্ষণিকভাবে বিলুপ্ত করা হয়েছে। শেয়ারহোল্ডাররা ব্যাংকের কোনো বিষয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না, আর কোনো আইনি বা আর্থিক প্রতিকার পাওয়ার অধিকারও থাকবে না। মূলধন এবং মালিকানা কাঠামো পুরোপুরি ধ্বংস করে ব্যাংকটি পুনর্গঠনের নতুন ধাপে প্রবেশ করেছে।

বাংলাদেশ ব্যাংকের আদেশটি ২১ ডিসেম্বর স্বাক্ষরিত হলেও এটি ৫ নভেম্বর ২০২৫ থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর বলে গণ্য হবে। অর্থাৎ নভেম্বরের শুরু থেকেই ব্যাংকের মূলধন এবং শেয়ারের কোনো অস্তিত্ব আইনিভাবে আর বজায় ছিল না। এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য শেয়ারহোল্ডার, পাওনাদার, স্টক এক্সচেঞ্জ বা অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের প্রয়োজন নেই।

বর্তমান প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি আরজেএসসি, বিএসইসি, সিডিবিএল এবং স্টক এক্সচেঞ্জে শেয়ার শূন্য করার তথ্য হালনাগাদ করবেন। ব্যাংকের সমস্ত বিধিবদ্ধ রেকর্ডে শেয়ার বাতিলের বিষয় নিশ্চিত করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংকটি পুনর্গঠন এবং নিয়ন্ত্রণের নতুন ধাপে প্রবেশ করেছে।

যদিও শেয়ারহোল্ডারদের জন্য সংবাদটি হতাশাজনক, সাধারণ গ্রাহক এবং আমানতকারীদের জন্য কেন্দ্রীয় ব্যাংক আশ্বাস দিয়েছে। আদেশে বলা হয়েছে, সিদ্ধান্তের ফলে ব্যাংকিং সেবা বা আমানতের নিরাপত্তা ক্ষুণ্ণ হবে না। ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে এবং আমানতকারীদের অর্থ নিরাপদ থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ভবিষ্যতে ব্যাংক রক্ষার জন্য প্রয়োজনীয় ‘রেজোলিউশন অ্যাকশন’ নেওয়ার ক্ষমতা তাদের হাতে সংরক্ষিত থাকবে। মূলত বড় ধরনের আর্থিক অনিয়ম বা মূলধন সংকটের মধ্যে থাকা ব্যাংকগুলোকে দেউলিয়া হওয়া থেকে রক্ষা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় এই ধরনের পদক্ষেপ বিশ্বজুড়ে কার্যকর হয়। এবার তা সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত