ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

উৎপাদনে ফিরছে আরএকে সিরামিকসের প্রোডাকশন লাইন

২০২৫ ডিসেম্বর ২৮ ১৬:৫০:০৪

উৎপাদনে ফিরছে আরএকে সিরামিকসের প্রোডাকশন লাইন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময় ধরে চলা কারিগরি সংস্কার কাজ শেষ করে আবারও উৎপাদনে ফিরছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের প্রতিষ্ঠান আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। কোম্পানিটির টাইলস প্ল্যান্টের ৩ নম্বর প্রোডাকশন লাইনে পুনরায় উৎপাদন শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার (২৮ ডিসেম্বর) এই তথ্য জানা গেছে।

ডিএসইকে দেওয়া এক তথ্যে কোম্পানি জানায়, তাদের টাইলস প্ল্যান্টে মোট চারটি প্রোডাকশন লাইন রয়েছে। এর মধ্যে ৩ নম্বর লাইনে গত ৮ অক্টোবর ২০২৫ থেকে বিশেষ রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রম চলছিল। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়, সংশ্লিষ্ট প্রোডাকশন লাইনটি বন্ধ থাকলেও পুরো সময়জুড়ে উৎপাদন কার্যক্রম পুরোপুরি স্থবির ছিল না। টাইলস প্ল্যান্টের বাকি তিনটি লাইন—লাইন-১, লাইন-২ ও লাইন-৪—নিয়মিত উৎপাদন চালু রেখেছিল, যার ফলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।

মেরামত ও প্রযুক্তিগত হালনাগাদ শেষে ৩ নম্বর প্রোডাকশন লাইনটি পুনরায় চালু হওয়ায় কোম্পানির সামগ্রিক টাইলস উৎপাদন ক্ষমতা আবারও পূর্ণমাত্রায় ফিরে এসেছে। আধুনিক যন্ত্রপাতি সংস্কারের ফলে উৎপাদনের গতি বাড়ার পাশাপাশি পণ্যের মান নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড দেশের টাইলস ও স্যানিটারিওয়্যার খাতের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি। উৎপাদন সক্ষমতা পুরোপুরি সচল হওয়ায় ভবিষ্যতে কোম্পানিটির ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক পারফরম্যান্স এবং শেয়ারহোল্ডারদের সম্ভাব্য ডিভিডেন্ডে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত