ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

ঢাকা নাকি কুমিল্লা, কোথায় থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ? 

২০২৫ ডিসেম্বর ২৭ ২২:৫৬:৪১


ঢাকা নাকি কুমিল্লা, কোথায় থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ? 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাআসিফ মাহমুদ সজীব ভূঁইয়ানির্বাচন ইস্যুতে তৈরি হওয়া ধোঁয়াশা দূর করেছেন। এক সপ্তাহের ব্যবধানে দুটি ভিন্ন আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে জনমনে প্রশ্ন তৈরি হলেও, তিনি নিশ্চিত করেছেনতিনি কেবল ঢাকা-১০ আসন থেকেই প্রার্থী হচ্ছেন, কুমিল্লা-৩ আসনের ফরম তিনি নিজে নেননি।

বিষয়টি তিনি খোলাসা করেছেনবিবিসি বাংলারকাছে। আসিফ মাহমুদ বলেন,‘(কুমিল্লারমনোনয়নপত্র)আমিনিইনি।এলাকারমানুষজনচায়আমিমুরাদনগরথেকেনির্বাচনকরি।আমারঅজান্তেইওনারানমিনেশনফরমসংগ্রহকরেছেন।আমিঢাকা-১০থেকেইপ্রার্থীহচ্ছি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ারবাড়ি কুমিল্লারমুরাদনগর উপজেলায়। সেখানকারই ভোটার ছিলেন তিনি। নভেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করে তিনিঢাকা-১০ আসনের ভোটারহন।

উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর তিনিকোনো রাজনৈতিক দলে যোগ দেননি। জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা থেকে গঠিত দলএনসিপি (NCP)-তে যোগ দেবেন বলে ব্যাপক প্রচার ছিল। মাঝেগণ অধিকার পরিষদেযোগ দেওয়ার গুজবও ছড়ায়। তিনিস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়এবংযুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরদায়িত্বে ছিলেন।

গত১২ ডিসেম্বর, সামাজিক যোগাযোগ মাধ্যমফেসবুকেদেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঘোষণা দেনতিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এর আগে, নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন১০ ডিসেম্বর সন্ধ্যায়, তিনিউপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগকরেন।

ভোটার এলাকা পরিবর্তন, দলীয় অবস্থান ও মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও, আসিফ মাহমুদ এখন স্পষ্ট বার্তা দিয়েছেনতার নির্বাচন-যাত্রা কোনো দলের ব্যানারে নয়, জনসমর্থনকে সঙ্গী করেই স্বতন্ত্র পরিচয়ে। তিনি জানিয়েছেন, তার লক্ষ্য ব্যক্তিগত রাজনৈতিক লাভ নয়; বরং গণঅভ্যুত্থানের চেতনাকে নির্বাচনী মঞ্চে প্রতিনিধিত্ব করা। ফলে, সব জল্পনা শেষে তিনি দৃঢ়ভাবেইঢাকা-১০ কেন্দ্রিক নির্বাচনী লড়াইয়েএগিয়ে যাচ্ছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত