ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

‘দেশ বদলাতে হলে সিস্টেম বদলাতে হবে’

২০২৫ ডিসেম্বর ২৭ ১৪:৪১:৫২

‘দেশ বদলাতে হলে সিস্টেম বদলাতে হবে’

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশকে শুধুমাত্র মানুষ বদলে দিয়ে পরিবর্তন আনা সম্ভব নয়, সিস্টেম বদলাতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, আগুন লাগানো বা ককটেল বিস্ফোরণ ঘটানো ব্যক্তিরাই আমাদের সাধারণ প্রতিপক্ষ। এদের রাজনৈতিক পরিচয় বা বিশ্বাস যাই হোক, সহিংসতার মাধ্যমে কোনো ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। সংযম, সমালোচনা এবং ক্ষোভ প্রকাশের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হেলিকপ্টার ব্যবহারের কথা এসেছে, কিন্তু সেই সময়ে সেটি ব্যবহার করা সম্ভব ছিল না। বাতাসে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। অনেকেই কাঁদানে গ্যাস ব্যবহার না করার প্রশ্ন তুলেছেন, তবে তা ব্যবহার করলেও পরিস্থিতি আরও খারাপ হতে পারত। প্রধান লক্ষ্য ছিল আটকে পড়া ২৮ জনকে ক্ষতিমুক্ত উদ্ধার করা। আগুন দুই দফায় ছড়িয়ে পড়েছিল। প্রথম দফায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু দ্বিতীয় দফায় ভয় সৃষ্টি হয়। ভোর ৪টা ৩৭ মিনিটে সবাই ছাদ থেকে নিরাপদে নামানো হয়।

তিনি আরও বলেন, প্রো-অ্যাকটিভ না হওয়ায় গণমাধ্যমও ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সরকারের ক্ষতিও কম হয়নি। আমরা মর্মাহত। যারা এই আগুন দিয়েছে, তারা আমাদের সাধারণ প্রতিপক্ষ। ভিন্ন মতের পত্রিকা খোলার সুযোগ থাকা সত্ত্বেও আগুন লাগানো হলো, যা সমস্যার সমাধান নয়।

উপদেষ্টা উল্লেখ করেন, জুলাইয়ে প্রথম আলো, ডেইলি স্টার এবং নিউ এইজ আন্দোলনের খবর ছাপছিল। টেলিভিশনে চ্যানেল টুয়েন্টিফোর এবং যমুনা দেখা যেত। আমাদের নিজস্ব মূল্যায়ন ও সমালোচনা করা অত্যন্ত জরুরি। দায়িত্ব নেওয়ার পর দেখেছি, সবাই রাজনৈতিক মতাদর্শের অধিকারী। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি বা জামায়াতের। নতুন বাংলাদেশ গড়তে হলে পেশাগত দায়িত্বে এই রাজনৈতিক প্রভাব প্রতিফলিত হতে পারবে না। বাসার সামনেও ককটেল ফাটানো হয়েছে।

তিনি বলেন, ভেঙে যাওয়া একটি সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকারকে ক্রাইসিস ম্যানেজমেন্টের বড় ভূমিকা নিতে হয়েছে। এই যাত্রায় আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত