ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি নেতার পদত্যাগ 

২০২৫ ডিসেম্বর ২৫ ১৮:১১:৪০


তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি নেতার পদত্যাগ 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মীর আরশাদুল হক পদত্যাগ করেছেন এবং চট্টগ্রাম-১৬ আসনে প্রার্থী হওয়ার পরিকল্পনা স্থগিত করেছেন। তিনি তারেক রহমানের নেতৃত্বে দেশের জন্য নতুন রাজনৈতিক দিকনির্দেশনার প্রতি সমর্থন জানিয়ে দল থেকে সব পদ ও দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে মীর আরশাদুল হক সামাজিক যোগাযোগমাধ্যমফেসবুক-এ এক দীর্ঘ স্ট্যাটাসে জানান, তিনি এনসিপির সব পদ এবং দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তিনি আর চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন না।

স্ট্যাটাসে মীর আরশাদুল হক উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থান ও নতুন রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হলেও, প্রতিষ্ঠার পর ১০ মাসের অভিজ্ঞতায় তিনি দেখেছেন, দলটি সেই প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে। তিনি মনে করেন, দল ও দলের বড় অংশের নেতারা ভুল পথে রয়েছে এবং সেই পথে চলা আর সম্ভব নয়। তিনি আরও বলেন, এই মুহূর্তে তার কোনো রাজনৈতিক সম্পর্ক এনসিপির সঙ্গে থাকবে না, যদিও ব্যক্তিগত সম্পর্ক রয়ে যাবে এবং শুভকামনা জানিয়েছেন।

তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারের পতনের দিন তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে মানুষের ন্যূনতম অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাস্তবে তার বিপরীত চিত্র দেখা গেছে। জুলাই অভ্যুত্থানের সময় শহীদ ও আহতদের আত্মত্যাগ সত্ত্বেও একটি শান্তিপূর্ণ ও ন্যায্য বাংলাদেশ দেখা যায়নি। এই ব্যর্থতার দায় এনসিপির ওপরও বর্তায়।

মীর আরশাদুল হক তার স্ট্যাটাসে বলেন, দেশে অস্থিরতা তৈরি, ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি এবং মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি গণতন্ত্রে উত্তরণ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা। তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, বর্তমান বাস্তবতায় দেশের জনগণকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা ও সক্ষমতাতারেক রহমানেররয়েছে।

তিনি আরও বলেন, যখন অন্যান্য দল ধর্ম ও পপুলিজমকে নির্বাচনের মূল এজেন্ডা হিসেবে নেয়, তখন তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়ে সুস্পষ্ট ভিশন উপস্থাপন করছেন।

স্ট্যাটাসের শেষ অংশে মীর আরশাদুল হক তরুণদের উদ্দেশ্যে বলেন, পপুলিজম বা হুজুগে প্রভাবিত না হয়ে দেশের সামগ্রিক স্বার্থ ও কল্যাণ বিবেচনায়তারেক রহমানের জনকল্যাণমূলক ভিশনবাস্তবায়নে সহযোগিতা ও সমর্থন জানানো উচিত।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত