ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

নারী সাফ ফুটসালের স্কোয়াড ঘোষণা: নেতৃত্বে সাবিনা

২০২৫ ডিসেম্বর ২৪ ১৪:৪৫:২০

নারী সাফ ফুটসালের স্কোয়াড ঘোষণা: নেতৃত্বে সাবিনা

সরকার ফারাবী: কোচ পিটার বাটলারকে ঘিরে বিদ্রোহের পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশ নারী ফুটবল দলের সবচেয়ে সফল অধিনায়ক সাবিনা খাতুন আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরছেন তাও নেতৃত্বের ভূমিকায়। তাকে অধিনায়ক করেই সাফ নারী ফুটসালের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী ১৩ জানুয়ারি থেকে থাইল্যান্ডে শুরু হচ্ছে সাফ নারী ফুটসাল টুর্নামেন্ট। একই সময়ে, ১৪ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে সাফ পুরুষ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। আজ সোমবার (২৩ ডিসেম্বর) একসঙ্গে নারী ও পুরুষ দুই বিভাগেরই চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে বাফুফে।

নারী ফুটসালের স্কোয়াডে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমাইয়া মাতসুমিসমা। আন্তর্জাতিক ফুটসাল খেলার অভিজ্ঞতা রয়েছে তার। দলে আরও আছেন পরিচিত মুখ মাসুরা, নিলা ও কৃষ্ণা। জাতীয় ফুটবল দলে সাম্প্রতিক সময়ে ডাক না পাওয়ায় তারা ফুটসালের ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন শুরু করেন।

এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যাবর্তন ঘটছে একসময় জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় মার্জিয়া ও মিসরাত জাহান মৌসুমীর। দীর্ঘ বিরতির পর তাদের ফিরে আসা নারী ফুটসালের জন্য বাড়তি শক্তি যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখযোগ্য বিষয় হলো বাংলাদেশ নারী ফুটবল দল সর্বশেষ আন্তর্জাতিক ফুটসাল খেলেছিল ২০১৮ সালে, এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে। সেই টুর্নামেন্টেও দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। প্রায় সাত বছর পর আবার আন্তর্জাতিক নারী ফুটসালে ফিরছে বাংলাদেশ, আর নেতৃত্বে থাকছেন সেই সাবিনাই।

অন্যদিকে, পুরুষ ফুটসাল দলে বড় কোনো চমক নেই। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ফুটসাল বাছাইয়ে যিনি অধিনায়ক ছিলেন, সেই কানাডা প্রবাসী রাহবার খানের হাতেই আবারও উঠেছে আর্মব্যান্ড। আগের স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড় এবারের সাফ টুর্নামেন্টেও জায়গা ধরে রেখেছেন। নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইমান আলম।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত