ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
তিতুমীরের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি
ডুয়া নিউজ: গত কয়েকদিন ধরেই তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন কলেজটির শিক্ষার্থীরা। এজন্য তারা সড়ক অবরোধের পাশাপাশি আজ রেলগেটও অবরোধ করেছে। এতে একাধিক ট্রেনের শিডিউল বিপর্যয়সহ চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। এদিকে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানায়।
এতে, জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার অবহিত রয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এ প্রক্রিয়ায় সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।
এছাড়া, কমিটি ইতোমধ্যে তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে, যাতে তাদের সমস্যাগুলো শোনা এবং সমাধান করা যায়। সরকারের মূল লক্ষ্য বর্তমানে এসব কলেজের শিক্ষার সুযোগ-সুবিধা ও মানোন্নয়ন। এক্ষেত্রে সম্ভাব্য সব বিকল্প বিবেচনায় রাখা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ের জন্য সময়সীমা নির্ধারণ করে আন্দোলন করার যৌক্তিকতা নেই। সুতরাং, আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া, জনজীবনে দুর্ভোগ সৃষ্টি বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়ার বিষয়ে সরকার সব সময় সচেতন এবং সহানুভূতিশীল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ