ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

শেখ হাসিনা নাম বাদসহ ৪ কারিগরি প্রতিষ্ঠানের নাম ও স্তর সংশোধন

২০২৫ ডিসেম্বর ২২ ২২:০০:৫৬

শেখ হাসিনা নাম বাদসহ ৪ কারিগরি প্রতিষ্ঠানের নাম ও স্তর সংশোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও স্তরে পরিবর্তন আনার অনুমতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের সিদ্ধান্তের আলোকে গত ১৫ ডিসেম্বর থেকে এই সংশোধিত নামকরণ ও স্তর পরিবর্তন কার্যকর করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি. এম. আমিনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে এই প্রতিষ্ঠানগুলো এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম পরিচালনা করছে। নাম ও স্তর পরিবর্তনের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর ভোকেশনাল কোড অপরিবর্তিত রাখা হয়েছে।

পরিবর্তন হওয়া প্রতিষ্ঠানগুলো হলো:

১. সুনামগঞ্জ: দিরাই উপজেলার ‘হাজী মাহমদ মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র নাম ও স্তর পরিবর্তন করে ‘হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা’ করা হয়েছে। এর ভোকেশনাল কোড ৬০০৩২ বহাল থাকবে।

২. কক্সবাজার: রামু উপজেলার ‘শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়’-এর ইংরেজি নাম সংশোধন করে ‘Joarianala Balika High School’ করা হয়েছে। এর কোড ৭৪০৭৪ অপরিবর্তিত রয়েছে।

৩. রাজশাহী: বাগমারা উপজেলার ‘সাকোয়া উচ্চ বিদ্যালয়’-এর ইংরেজি বানান সংশোধন করে ‘Sankoa High School’ করা হয়েছে। এর কোড ২৩৩০৫ বহাল থাকবে।

৪. কুমিল্লা: মুরাদনগর উপজেলার ‘শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়’-এর ইংরেজি বানান সংশোধন করে ‘Sreekail Krishna Kumar Bahumukhi High School’ নির্ধারণ করা হয়েছে। এর কোড ৬৫১১২ অপরিবর্তিত রাখা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এখন থেকে সংশোধিত নাম ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই আদেশের অনুলিপি কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত