ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২
বোমা হামলায় প্রাণ হারালেন রাশিয়ার সেনাবাহিনীর শীর্ষ জেনারেল
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর লেফটেনেন্ট জেনারেল ফানিল সাভারোভ নিহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
রুশ তদন্ত কমিটির তথ্য অনুযায়ী, ৫৬ বছর বয়সী সাভারোভ সশস্ত্র বাহিনীর ‘অপারেশনাল ট্রেনিং ডিপার্টমেন্টের’ প্রধান হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সকালে তাঁর গাড়িতে আগে থেকে পেতে রাখা একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
লেফটেনেন্ট জেনারেল সাভারোভ রুশ সেনাবাহিনীর একজন অত্যন্ত অভিজ্ঞ কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৯০-এর দশকের শেষভাগে ওশেতিয়ান-ইঙ্গুস দ্বন্দ্ব এবং ২০০০-এর শুরুর দিকে চেচেন যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। এছাড়া ২০১৫-১৬ সালে সিরিয়া অভিযানেও তিনি সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।
ক্রেমলিন জানিয়েছে, হামলার পরপরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিষয়টি অবহিত করা হয়েছে। প্রাথমিক তদন্তে এই হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ইউক্রেন এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ ভূখণ্ডে একাধিক শীর্ষ সেনা কর্মকর্তা ও জেনারেলকে লক্ষ্য করে এ ধরনের চোরাগুপ্তা হামলার ঘটনা ঘটছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল