ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২
সপ্তাহের শুরুতে অস্থিরতা, তবু বাজারে ইতিবাচক বার্তা
নিজস্ব প্রতিবেদক: সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে আজ (২১ ডিসেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরু হয়েছে শেয়ারবাজারে। দিনের শুরুতে লেনদেন ছিল ইতিবাচক প্রবণতায় থাকলেও পরবর্তী সময়ে সূচকে অস্থির ওঠানামা দেখা যায়। দুপুর ২টা ১৯ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের তুলনায় প্রায় ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৪ পয়েন্টে পৌঁছালেও শেষ পর্যন্ত তা নিম্নমুখী হয়। দিনশেষে সূচক প্রায় ৪ পয়েন্ট কমে বন্ধ হয়।
যদিও দিনের শেষে সূচক ও টাকার অংকে লেনদেন কমেছে, তবে অধিকাংশ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। এ প্রবণতাকে বিনিয়োগকারীরা আগামী দিনের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন।
বাজার সংশ্লিষ্টদের মতে, এনসিপির তরুণ নেতা শরীফ উসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত রয়েছে। পাশাপাশি আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দেশে ফেরাকে ঘিরে বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এসব কারণে অনেক বিনিয়োগকারী পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে লেনদেনে সতর্ক অবস্থান নিয়েছেন, যার প্রভাব পড়েছে বাজারের সামগ্রিক গতিতে। তবে এর মধ্যেও আগামী দিনে বাজার ঘুরে দাঁড়াবে—এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের মধ্যে দেখা যাচ্ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৬.৪৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৯.০৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫৩.৫৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬১টির দর বেড়েছে, ১৫৭টির দর কমেছে এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ২৯৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৩০৩ কোটি ১৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৯ কোটি ৯৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫টির, কমেছে ৯৪টির এবং পরিবর্তন হয়নি ১৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬১.১৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭৫.৬২ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ভারত বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন (LIVE)