ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

রুমিন ফারহানা

'নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে মব সন্ত্রাসের ভীতি কাজ করছে'

২০২৫ ডিসেম্বর ২০ ২৩:৪০:৩৩

'নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে মব সন্ত্রাসের ভীতি কাজ করছে'

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচন এবং দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, নির্বাচনের সময় মব সন্ত্রাস এবং থানা থেকে লুট হওয়া অবৈধ অস্ত্রের প্রভাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের ভীতি কাজ করছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন এই সভার আয়োজন করে।

রুমিন ফারহানা বলেন, "নির্বাচনী প্রচার থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত মব সন্ত্রাসের আশঙ্কা রয়েছে। ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি, যা দুষ্কৃতিকারীদের হাতে রয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রার্থীদের অস্ত্র দেওয়ার যে কথা বলেছেন, তাতে মনে হচ্ছে মব বা বিশৃঙ্খলাকারীদের এক ধরনের আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি অত্যন্ত উদ্বেগজনক ও দুঃসংবাদ।"

গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "অনিয়ম ঠেকাতে সাংবাদিকদের ক্যামেরা ও সাধারণ মানুষের হাতের মোবাইল ফোনই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কোথাও কোনো অনিয়ম দেখলে সাথে সাথে তা তুলে ধরতে হবে। জনগণের প্রতিরোধ ও মিডিয়ার সাহসিকতা থাকলে দুষ্কৃতিকারীরা নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না।"

মনোনয়ন প্রসঙ্গে রুমিন ফারহানা স্পষ্ট করে বলেন, "আমি নিজে থেকে মনোনয়ন কিনব না। আমার এলাকার ভোটাররা যদি মনে করেন, তবে তারাই সিদ্ধান্ত নেবেন।"

সৈয়দটুলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মালু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত