ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

নাহিদ ইসলাম

'বিজয় দিবসে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের যাত্রা শুরু হবে'

২০২৫ ডিসেম্বর ১৫ ২১:০৬:১৩

'বিজয় দিবসে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের যাত্রা শুরু হবে'

নিজস্ব প্রতিবেদক: বর্তমান নির্বাচন কমিশনকে ‘অথর্ব’ আখ্যায়িত করে তাদের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, এরপর তার ওই পদে থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। আমরা আশা করব অবিলম্বে তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন। এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, ‘৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। জুলাই বিপ্লবীদের টার্গেট করা হচ্ছে। ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি জুলাই বিপ্লবের ওপর আঘাত। নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আর এই দায়িত্বে থাকতে পারেন না।’

ভারতের উদ্দেশে এনসিপি আহ্বায়ক বলেন, ‘ভারত যদি মনে করে ৫ আগস্টের পরেও তারা আগের মতো বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে বা নির্বাচনে কারচুপি করবে, তবে তারা ভুল ভাবছে। আগামীকাল বিজয় দিবসে সারা দেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধের যাত্রা শুরু হবে।’ তিনি আরও বলেন, বাংলাদেশ যতবার আক্রান্ত হয়, তরুণরা ততবারই রাস্তায় নেমে আসে এবং ওসমান হাদির ওপর হামলার জবাব দিতে বিপ্লবীরা আজ ঐক্যবদ্ধ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত