ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ধর্ষণের অভিযোগে নোবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

২০২৫ ডিসেম্বর ১৫ ১৪:৫৮:০০

ধর্ষণের অভিযোগে নোবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বিনোদন ডেস্ক:ইডেন কলেজের এক ছাত্রীকে বাসায় আটকিয়ে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গায়ক নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ২৯ নভেম্বর ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এটি দাখিল করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) ইলামনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হবে। পরে মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে।

নোবেলের আইনজীবী মোসতাক আহমেদ জানিয়েছেন, ধর্ষণ মামলার বাদীকে নোবেল বিয়ে করেছেন এবং বর্তমানে তারা সংসার করছেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়। গ্রেফতারের পর নোবেল জামিনে বের হয়ে, ১৯ জুন ঢাকার কেন্দ্রীয় কারাগারে ১০ লাখ টাকা দেনমোহরে ওই ছাত্রীকে বিয়ে করেন।

অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে ছাত্রী পরিচিত হন এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল ছাত্রীকে স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসায় নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে মোবাইল ও টাকা কেড়ে নেন, ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করেন। কথামতো না চললে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়, ছাত্রীকে ছয় মাস ধরে বাসায় আটক রাখা হয় এবং প্রায়ই মারধর করা হতো। নোবেলসহ কয়েকজন তাকে চুল ধরে টেনে একটি কক্ষে আটকে রাখতেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে পরিবার পুলিশকে অবহিত করেন এবং ১৯ মে পুলিশের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়।

তদন্তে প্রাথমিকভাবে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নোবেল বর্তমানে জামিনে আছেন। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ধর্ষণ ও মারধরে নোবেলের সহযোগী আরও কয়েকজন ছিলেন, তবে তাদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি। পরবর্তীতে এটি পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে।

নোবেলের আইনজীবী জানিয়েছেন, যেহেতু নোবেল বাদীকে বিয়ে করে সংসার করছেন, তাই অভিযোগপত্রে নোবেলের কোনো সমস্যা হবে না। বিচারিক ট্রাইব্যুনালে বাদী আপসনামা দিলে মামলা নিষ্পত্তি হবে এবং নোবেল খালাস পাবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত