ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

হাদির ওপর হামলার ঘটনায় পরিবারের মামলা

২০২৫ ডিসেম্বর ১৫ ১১:১৬:২২

হাদির ওপর হামলার ঘটনায় পরিবারের মামলা

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর পল্টন থানায় হাদির এক আত্মীয় বাদী হয়ে এই মামলা করেন।

সোমবার পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মামলায় একজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগটি হাদির এক নিকটাত্মীয়ের পক্ষ থেকে দায়ের করা হয়।

পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গত রোববার রাত পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানবপাচার চক্রের দুই সহযোগী, সন্দেহভাজন শুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও এক বান্ধবী।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি চালায়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার অবস্থা আশঙ্কাজনক।

এই অবস্থায় আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ