ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ম’ত্যু পাঁচ, হাসপাতালে ৩৮৭ জন

২০২৫ ডিসেম্বর ১৪ ১৭:৪২:৪৯

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ম’ত্যু পাঁচ, হাসপাতালে ৩৮৭ জন

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৭ জন রোগী।

এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। পাশাপাশি মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৪৭৭ জনে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে), দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাসিন্দা।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, ঢাকা বিভাগে ৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ রোগীর হার ৬৬ দশমিক ৭ শতাংশ এবং নারী রোগী ৩৩ দশমিক ৩ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৪৭ জন রোগী সুস্থ হয়ে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৯৮ হাজার ৭২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত