ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
হাদির চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার: ইনকিলাব মঞ্চ
নিজস্ব প্রতিবেদক: ওসমান হাদির চিকিৎসা নিয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন। শনিবার সকালে ইনকিলাব মঞ্চের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আশ্বাস দেন তিনি।
এই বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের সামনে গণমাধ্যমের মুখোমুখি হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
এ সময় ইনকিলাব মঞ্চের নেতা ফাহিম ও ঝুমাসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, ওসমান হাদির চিকিৎসার জন্য তার দপ্তর থেকে যা যা করা প্রয়োজন, তার সবই করা হবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর বিষয়েও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি আরও বলেন, হামলার ঘটনায় আমরা কোনো রাজনৈতিক দলকে একচেটিয়াভাবে দায়ী করছি না। আবার কাউকেই সন্দেহের ঊর্ধ্বেও রাখছি না। তবে কাউকে ঢালাওভাবে দোষারোপ করার পক্ষে আমরা নই। দুঃখজনকভাবে কিছু গণমাধ্যমে আমাদের নামে রাজনৈতিক দলকে দায়ী করে বক্তব্য প্রচার করা হয়েছে, অথচ আমি, ফাহিম বা ঝুমা—কেউই এ ধরনের বক্তব্য দেইনি।
এ কারণে তিনি অনুরোধ জানান, ইনকিলাব মঞ্চের এই তিনজন অথবা তাদের অফিসিয়াল পেজ থেকে দেওয়া বক্তব্য ছাড়া ওসমান হাদিকে ঘিরে অন্য কোনো বক্তব্য যেন প্রচার না করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও হামলাকারী এখনো শনাক্ত বা গ্রেপ্তার হয়নি। ঢাকা-৮ আসনের মতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকার সম্ভাব্য প্রার্থীকে প্রকাশ্যে গুলি করার পরও যদি অপরাধী ধরা না পড়ে, তাহলে সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কীভাবে আস্থা রাখবে?
এর আগে শনিবার দুপুর ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত শাহবাগ মোড়ে ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। কর্মসূচি শেষে ‘ঢাকা না দিল্লি? ঢাকা, ঢাকা’ স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন।
সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, আজ হাদিকে গুলি করা হয়েছে, কাল অন্য কাউকে করা হতে পারে। কিন্তু একজন হাদিকে হত্যা করলেও আদর্শকে হত্যা করা যাবে না। এক হাদির রক্ত ঝরায় আজ হাজারো হাদি রাজপথে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, সারা দেশ আজ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া করছে। হাদি নিজের জন্য নয়, দেশের মানুষের কথা ভেবেই লড়াই করেছেন। দেশের মাটি ও মানুষের নিরাপত্তার প্রশ্নে তিনি যে বিদ্রোহের পথে নেমেছেন, সেটি ব্যক্তিগত নয় এটি জনগণের স্বার্থেই ইনকিলাব মঞ্চের জন্ম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল-দেখুন সরাসরি