ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকার আতিফ আসলামের কনসার্ট বাতিল

২০২৫ ডিসেম্বর ১২ ১১:০২:৪৩

ঢাকার আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক:ঢাকায় আয়োজিত পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্টটি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

আতিফ জানান, আগামী ১৩ ডিসেম্বর নির্ধারিত কনসার্টটি আয়োজনকারীদের প্রস্তুতিগত জটিলতার কারণে অনুষ্ঠিত হচ্ছে না। তাঁর ভাষায়, আয়োজক এবং ব্যবস্থাপনা পক্ষ প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র ও প্রয়োজনীয় সরঞ্জামের সঠিক প্রস্তুতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, অনুষ্ঠানে আতিফের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় দেশীয় ব্যান্ড নেমেসিস, আজম খান, ফিডারসসহ আরও কয়েকজন শিল্পীর। কনসার্ট থেকে প্রাপ্ত মোট আয়ের ৪০ শতাংশ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়ার পরিকল্পনাও ছিল আয়োজকদের।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি... বিস্তারিত