ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

ইসির সুষ্ঠু ভোট আয়োজনের সক্ষমতা নিয়ে এনসিপির শঙ্কা

২০২৫ ডিসেম্বর ১১ ২১:২০:২২

ইসির সুষ্ঠু ভোট আয়োজনের সক্ষমতা নিয়ে এনসিপির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা এবং রাজনৈতিক চাপ সামলে সুষ্ঠু ভোট আয়োজনের সক্ষমতা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে দলটি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।

তিনি বলেন, “তফসিল ঘোষণার জন্য সরকার ও কমিশনকে ধন্যবাদ। কিন্তু নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। দলীয় চাপের ঊর্ধ্বে থেকে তারা কতটুকু সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে, তা প্রশ্নসাপেক্ষ। আমরা আগেই কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম, কিন্তু তা উপেক্ষা করা হয়েছে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে পেশিশক্তি ও টাকার প্রভাব বিস্তারের সুযোগ রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। এমতাবস্থায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনি সাধারণ জনগণকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল ভোটাধিকার প্রয়োগ, বিচার এবং সংস্কার। সরকার সেই পথেই হাঁটছে, যা ইতিবাচক।”

সদ্য পদত্যাগী উপদেষ্টা আসিফ মাহমুদের এনসিপিতে যোগদানের গুঞ্জন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আসিফ মাহমুদ এনসিপিতে এসে সংস্কারের পক্ষে কাজ করলে আমরা স্বাগত জানাব। তবে এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।”

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত