ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
মোহাম্মদপুরে মা–মেয়েকে হ’ত্যা: গৃহকর্মী জানালেন খু’নের কারণ
সরকার ফারাবী: রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে নির্মমভাবে হত্যার ঘটনায় পলাতক গৃহকর্মী আয়েশাকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঝালকাঠির নলছিটি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাঁকে ঢাকায় এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত সোমবার সকালে শাহজাহান রোডের ১৪ তলা আবাসিক ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) ঘাতক ছুরিকাঘাতে হত্যা করা হয়। নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসার মৃত্যুর সংবাদে পুরো দেশজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই গৃহকর্মী আয়েশা নিখোঁজ হয়ে যান। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে পুলিশ তার অবস্থান শনাক্ত করে। পরে তাকে ঝালকাঠি থেকে আটক করে ঢাকায় আনা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার দাবি ঘটনার দিন বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে গৃহকর্তী তাকে চুরির সন্দেহে তল্লাশি করতে চান। তখনই নিজের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে লায়লা আফরোজকে আঘাত করেন তিনি। চিৎকার শুনে দৌড়ে আসা নাফিসাকেও একই অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এমনকি নিজের হাতেও কোপ লাগে বলে জানান তিনি।
তবে তদন্ত কর্মকর্তারা জানাচ্ছেন, তার স্বীকারোক্তির কিছু অংশ অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছে। হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল কিনা, কিংবা এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না সবই খতিয়ে দেখা হচ্ছে। তার বক্তব্যের সত্যতা যাচাই করতে আরও জিজ্ঞাসাবাদ চালানো হবে।
এদিকে, আয়েশার স্বামী রাব্বীকেও নলছিটি থেকে আটক করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই আয়েশাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, আয়েশা ছয় মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় আরেকটি বাসায় চুরির সঙ্গে জড়িত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।
ঘটনাটি এখন দেশের আলোচিত মামলা এবং তদন্তে নেমে আসছে একের পর এক নতুন তথ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি