ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

মোহাম্মদপুরে মা-মেয়ে হ’ত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার

২০২৫ ডিসেম্বর ১০ ১৩:৪২:৩০

মোহাম্মদপুরে মা-মেয়ে হ’ত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে ভয়ঙ্কর জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মঙ্গলবার পর্যন্ত তদন্তে উঠে এসেছে, গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের ১৪ তলা একটি আবাসিক ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) এবং তার কন্যা নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) ছুরিকাঘাতে নিহত হন। নিহতদের মরদেহ মঙ্গলবার নাটোরে দাফন করা হয়েছে।

ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডের পর এক নারী স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ডিএমপির উপ-পুলিশ কমিশনার বলেন, “মোহাম্মদপুরের বহুতল ভবনের এই ফ্ল্যাট থেকে এক গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।”

সোমবার সকালে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। তত্ত্বাবধায়ক ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লায়লার শরীরে বহুবিধ আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে, হাতে গ্লাভস পরেছিলেন অভিযুক্ত।

ফুটেজ অনুযায়ী, বোরকা পরে ভবনে প্রবেশ করে সকাল ৭টা ৫১ মিনিটে সপ্তম তলায় পৌঁছান আয়েশা। সকাল ৯টা ৩৫ মিনিটে কাঁধে স্কুল ব্যাগ এবং মুখে মাস্ক পরে বেরিয়ে যান। নাফিসার বাবা আজিজুল ইসলাম সকাল ৭টায় স্কুলে গিয়েছিলেন এবং বেলা সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে স্ত্রীর ও কন্যার মরদেহ দেখতে পান।

পরিবার জানায়, চার দিন আগে তারা গৃহকর্মীকে নিয়োগ দেন। রবিবার বাড়ির মূল দরজার চাবি হারিয়ে যায়, কিন্তু গৃহকর্মীকে বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হয়নি। এছাড়া অভিযুক্ত মেয়েটি পরিচয় বা ফোন নম্বর দিতে অস্বীকার করেছে, এবং এমন কথাও জানিয়েছে যে আগুনে তার মা-বাবা মারা গেছেন এবং সে নিজেও দগ্ধ হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত