ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

গৃহকর্মী নিয়োগে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

২০২৫ ডিসেম্বর ০৯ ২৩:৫৭:০৭

গৃহকর্মী নিয়োগে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে গৃহকর্মী বা কাজের লোক নিয়োগের ক্ষেত্রে নগরবাসীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সম্প্রতি মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে মর্মান্তিক জোড়া খুনের ঘটনার প্রেক্ষাপটে তিনি এই বিশেষ নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি কমিশনার জানান, এর আগেও গৃহকর্মী পরিচয়ে বাসায় ঢুকে চুরিসহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার বহু ঘটনা ঘটেছে। সামান্য অসতর্কতা অনেক সময় বড় ধরনের অপরাধ ও প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। তাই অপরাধ প্রতিরোধে সচেতনতা ও সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত জরুরি।

নগরবাসীর প্রতি নির্দেশনা:

গৃহকর্মী নিয়োগের আগে বাড়ির মালিকদের অবশ্যই নিচের বিষয়গুলো নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে:১. গৃহকর্মীর জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই ও ফটোকপি সংগ্রহ করা।

২. সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি রাখা।

৩. অন্তত দুইজন শনাক্তকারীর (রেফারেন্স) নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা সংগ্রহ করা।

এছাড়া ভাড়াটিয়া নিবন্ধন ফরম যথাযথভাবে পূরণ করে থানায় জমা দেওয়াসহ নাগরিকদের তথ্য যাচাই-বাছাইয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বানও জানান ডিএমপি কমিশনার।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত