ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইইউ: আমীর খসরু

২০২৫ ডিসেম্বর ০৯ ১৯:৫৮:৩৩

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইইউ: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ইইউ সবসময়ই বাংলাদেশে গণতন্ত্রের সুষ্ঠু চর্চা প্রত্যাশা করে এবং বিএনপিও দেশে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে চায়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ডেলিগেশন অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

আমীর খসরু বলেন, “উন্নয়ন সহযোগীরা বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচনের পরিবেশ নিয়ে সবসময়ই আগ্রহী। আজকের বৈঠকেও তারা সুষ্ঠু নির্বাচনের ওপর জোর দিয়েছে।”

এদিকে, একই দিন সকালে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউটে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচির আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ নেতারা।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ষড়যন্ত্রকারীদের সতর্ক করে বলেন, “নির্বাচনী জরিপ দেখে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে। কিন্তু জনগণ তাদের মনস্থির করে ফেলেছে। জনগণই এসব ষড়যন্ত্র রুখে দেবে।”

অন্যদিকে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুর্নীতিমুক্ত সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে প্রশ্ন তোলেন, “বর্তমান সরকারের যদি নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট না থাকে, তবে তারা আসলে কোন ম্যান্ডেট বাস্তবায়নে কাজ করছে?”

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত