ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
উত্থানের বাজারে বিক্রেতা পাওয়া যায়নি ৯ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক : আজ (০৮ ডিসেম্বর’২৫) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০৬ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮৭টির দর বেড়েছে। এমন পরিস্থিতির ৯ কোম্পানির শেয়ারের চাহিদা থাকলেও বিক্রেতা ছিলনা। যে কারণে ওই ৯ কোম্পানি বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
৯ কোম্পানিগুলো হলো- রহিমা ফুড, ঝিলবাংলা সুগার, মেঘনা পেট, ইনটেক, শ্যামপুর সুগার, ফার্স্ট ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল এবং জিএসপি ফাইন্যান্স।
৯ কোম্পানিগুলোর মধ্যে আজ সর্বোচ্চ দর বেড়েছে রহিমা ফুডের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৬০ পয়সা বা ১০শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ টাকা ৬০ পয়সায়। আর শেয়ারটির দর ১২৬ টাকা ৭০ পয়সা থেকে ১৩৮ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৫ কোটি ৪ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ঝিলবাংলা সুগারের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ টাকা ৮০ পয়সায়। আর শেয়ারটির দর ১৪৮ টাকা থেকে ১৫৯ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে মেঘনা পেটের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৪০ পয়সায়। আর শেয়ারটির দর ২০ টাকা ৪০ পয়সা থেকে ২২ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১২ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইনটেকের ২ টাকা ৫০পয়সা বা ৯.৭৩ শতাংশ, শ্যামপুর সুগারের ১৭ টাকা ৫০ পয়সা বা ৮.৭৪ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ দর বেড়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ