ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

ফের দাম বাড়ল সয়াবিন তেলের

২০২৫ ডিসেম্বর ০৭ ২০:৩০:০৩

ফের দাম বাড়ল সয়াবিন তেলের

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন দাম অনুযায়ী এক লিটার বোতলজাত সয়াবিন তেলের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা।

রোববার বৈঠকের পর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিএমএ) এই নতুন মূল্য ঘোষণা করেছে। দাম পরিবর্তন সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুচরা পর্যায়ে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়, যা আগে ছিল ১৮৯ টাকা। খোলা সয়াবিন তেলের দাম এখন লিটার প্রতি ১৭৬ টাকা, আগে যা ছিল ১৭০ টাকা। এছাড়া পাম তেলের লিটার প্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ৯৫৫ টাকা।

গত ১০ নভেম্বর ব্যবসায়ী সংগঠনটি লিটারে ৯ টাকা বৃদ্ধির অনুমতির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়। পরে ২৪ নভেম্বর তারা আবারও দাম সমন্বয় করার সুপারিশ করে। মন্ত্রণালয় প্রথমে সাড়া না দেওয়ায় কিছু আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানি অনুমতি ছাড়াই লিটার প্রতি ৯ টাকা বৃদ্ধি করে বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকায় বাজারে ছাড়ে। ফলে ক্রেতাদের অতিরিক্ত খরচ করতে হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অভিযোগ করেন, সরকারি অনুমতি ছাড়াই ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বৃদ্ধি করেছে। পরে ব্যবসায়ীদের শোকজ দেওয়া হয়। সবশেষে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর লিটারে ৬ টাকার বৃদ্ধি চূড়ান্ত করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত