ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

বিএনপিতে যোগ দিতে চান গণঅভ্যুত্থানে হাত হারানো সেই আতিক

২০২৫ ডিসেম্বর ০৭ ১৯:৫৩:৩৭

বিএনপিতে যোগ দিতে চান গণঅভ্যুত্থানে হাত হারানো সেই আতিক

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে নিজের হাত হারানো আতিকুল গাজী এবার রাজনৈতিক রঙ বদলাচ্ছেন। ছোটবেলা থেকে বিএনপির প্রতি আকর্ষণ অনুভব করা এই যুবক সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি দেশের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাইলে বিএনপির পাশে দাঁড়ানোই শ্রেয় হবে।

আতিক গাজী বলেন, “২০১৯-২০ সাল থেকে বিএনপি আমার পছন্দের দল। শেখ মুজিবের রাজনীতি শুনেছি, খুনি হাসিনার রাজনীতি চোখে দেখেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ইতিহাস জানার পর আমার মনে হয়েছে বিএনপির রাজনীতি সবচেয়ে উত্তম। তাই ছোটবেলা থেকেই বিএনপির প্রতি আমার আকর্ষণ ছিল।”

তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর বিএনপির রাজনীতি কিছুটা ভিন্ন ছিল, তাই তখন মুখ ফুটে বিএনপির প্রতি পছন্দ প্রকাশ করতে পারেননি। “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতের রাজনীতি ভিন্ন হবে বলেই আমি মনে করেছিলাম, কিন্তু ধীরে ধীরে তারা বিএনপির পথ অনুসরণ করছে। তবে গত দুই মাসে বিএনপি তাদের আগের পথ থেকে বের হওয়ার চেষ্টা করছে, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পথ দেখিয়েছিলেন।”

আতিক গাজী বলেন, “ছোটবেলার পছন্দের দল বিএনপির পাশে থেকে দেশের মানুষের জন্য নিজেকে উজার করতে পারলে ভালো লাগবে।”

এর আগে ২৬ নভেম্বর ভিডিও বার্তায় আতিক গাজী এনসিপি বয়কটের ঘোষণা দেন। বাউল ইস্যুতে এনসিপির বিতর্কিত বিবৃতির পর এই সিদ্ধান্ত নেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, “আজ থেকে আমি এনসিপিকে বয়কট করলাম। তারা মিথ্যাগুলো ঘুরিয়ে-পেচিয়ে আড়াল করার চেষ্টা করছে। মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত, কিন্তু আল্লাহ তায়ালা বা তাঁর রাসূল (সা.) নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন মুসলিম হিসেবে আমি এটি মেনে নিতে পারি না।”

তিনি আরও জানান, “এনসিপি যদি ভুল স্বীকার করে তওবা না করে, ততদিন পর্যন্ত আমি তাদের সব কার্যক্রম বয়কট করব।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত