ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

ডিভিডেন্ড অনুমোদন করেছে আইটি কনসালট্যান্টস

২০২৫ ডিসেম্বর ০৭ ১৯:৪৪:০৫

ডিভিডেন্ড অনুমোদন করেছে আইটি কনসালট্যান্টস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের অনুমোদন দিয়েছে। প্রতিষ্ঠানের ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ডিভিডেন্ড সংক্রান্ত এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

রোববার (৭ ডিসেম্বর) সকালে ঢাকার মহাখালীতে এসকেএস টাওয়ারের ৯ম তলায় অবস্থিত এসকেএস কনভেনশন হলে হাইব্রিড পদ্ধতিতে এজিএমটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান লিম কিয়া মেং।

এসময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী সাইফুদ্দিন মুনির, স্বতন্ত্র পরিচালক মোঃ কামাল উদ্দিন (এফসিএ), দাসগুপ্ত অসীম কুমার, সুরিয়া বেগম এবং ওভারসিজ পরিচালকগণ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় অংশ নেন কোম্পানির সিএফও শ্যামল কান্তি কর্মকার এবং কোম্পানি সচিব অনিন্দ্য সরকার (এফসিএস)।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত