ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
ঢাবিতে জল নিরাপত্তা-জলবায়ু পরিবর্তন সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তন ও পানি নিরাপত্তা কেবল সংকট নয়, এটি এখন ন্যায্যতার প্রশ্নে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের দায় চুকিয়ে বাংলাদেশকে ‘দ্বিগুণ শাস্তি’ হিসেবে ঋণের বোঝা চাপানো হচ্ছে।
শনিবার (৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘জল নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন: স্থানীয় জ্ঞান, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাবির নৃবিজ্ঞান বিভাগ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের অর্থায়নে এই সম্মেলনের আয়োজন করে।
সৈয়দা রিজওয়ানা হাসান উপকূলীয় নারীদের করুণ বাস্তবতার চিত্র তুলে ধরে বলেন, “পানির যোগানদাতা হিসেবে নারীরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। লবণাক্ততার কারণে কিশোরীরা মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিপাকে পড়ছে, এমনকি অনেকে পিল খেয়ে মাসিক বন্ধ রাখছে। গর্ভবতী নারীদের মধ্যে ই-ক্ল্যাম্পসিয়ার মতো জটিল রোগ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।”
উজানের দেশগুলোর পানি নিয়ন্ত্রণের সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় পানির প্রাপ্যতা আন্তর্জাতিক রাজনীতির ওপর নির্ভরশীল। উজানের দেশগুলো বর্ষায় পানি ছেড়ে বন্যা সৃষ্টি করে আর শুষ্ক মৌসুমে আটকে রাখে। দক্ষিণ এশিয়ার দেশগুলো পানিশূন্য হয়ে পড়লে মানুষ সীমান্ত পেরোতে বাধ্য হবে, যা বড় ধরনের আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে।”
সম্মেলনের মূল আলোচক ব্র্যাক ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, “বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের দায় মাত্র ০.৪৭ শতাংশ। অথচ এর মূল দায় চীন ও যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ নিঃসরণকারী দেশগুলোর।”
সভাপতির বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় যেকোনো সংকটের মতো জলবায়ু সংকট মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের এমডি গাজী মো. ওয়ালিউল হক, নেপাল ও আফ্রিকার বিশেষজ্ঞরা। স্বাগত বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক ড. তারেক আহমেদ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল