ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

‘স্কুলিং মডেল’ বাতিলের দাবি

৫ কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, তীব্র যানজট

২০২৫ ডিসেম্বর ০৭ ১৩:০৩:০৩

৫ কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশে অন্তর্ভুক্ত ‘স্কুলিং মডেল’ বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ৫টি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এই মডেল বাস্তবায়িত হলে সরকারি কলেজগুলোতে উচ্চমাধ্যমিক বা এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের অস্তিত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর তারা সড়ক অবরোধ করলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

আন্দোলনে অংশ নেওয়া কলেজগুলো হলো—ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। সকালে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ করে পরে সম্মিলিতভাবে শাহবাগে অবস্থান নেন।

আন্দোলনকারী ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, “প্রস্তাবিত স্কুলিং মডেল বাস্তবায়ন করা হলে এই পাঁচটি ঐতিহ্যবাহী সরকারি কলেজে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা আমাদের অস্তিত্ব রক্ষায় রাস্তায় নেমেছি। যতক্ষণ না এই বিতর্কিত পদ্ধতি বাতিলের ঘোষণা দেওয়া হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”

এদিকে, একই সময়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছেন সাত কলেজের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা। ফলে সাত কলেজ ইস্যুতে আজ রাজধানীর রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত