ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

এয়ার অ্যাম্বুলেন্স: সর্বশেষ যা জানা গেল

২০২৫ ডিসেম্বর ০৫ ১৬:০২:১৬

এয়ার অ্যাম্বুলেন্স: সর্বশেষ যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন চিকিৎসা যাত্রা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। তার জন্য নির্ধারিত কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সময়মতো না পৌঁছানোয় যাত্রা একদিন পিছিয়ে যায়। এই পরিবর্তনের বিষয়টি শুক্রবার সাংবাদিকদের জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। ফলে খালেদা জিয়ার বিদেশ যাত্রা আপাতত একদিন পিছিয়েছে। শরীরিক অবস্থা অনুকূলে থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে তিনি রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন বলেও জানান ফখরুল।

এর আগে বৃহস্পতিবার জানানো হয়ে ছিল, শুক্রবার সকালে বিএনপি নেত্রী লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন। সে অনুযায়ী তারেক রহমানের স্ত্রী ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনও জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের নির্দেশনার ওপরই এখন নির্ভর করছে তার লন্ডন যাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত। রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে তার চিকিৎসা যাত্রা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত