ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি
ডুয়া নিউজ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে বিকেলে নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ গুদারাঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নৌকাটি দুটি পরিবারের ৯ জন যাত্রী নিয়ে বন্দর পূর্ব পাড়ে যাচ্ছিল। শীতলক্ষ্যা নদীর দক্ষিণ দিকে যাওয়ার সময় বাল্কহেডটির সাথে সংঘর্ষে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ৯ জনকেই জীবিত উদ্ধার করেন।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নবীগঞ্জ গুদারাঘাটের পশ্চিম পাশ থেকে একটি নৌকায় দুটি পরিবারের ৯ জন যাত্রী বন্দর পূর্ব পাড়ে যাচ্ছিলেন। শীতলক্ষ্যা নদীর দক্ষিণ দিকে যাওয়ার সময় তারা একটি বালুবাহী বাল্কহেডের সামনে পড়েন। বাল্কহেডটি নৌকাটিকে টেনে নিয়ে নদীর কিছুটা দূরে চলে যায়। এর পর নৌকাটি ডুবে গেলে যাত্রীরা প্রাণ রক্ষার্থে চিৎকার করতে থাকেন। আশপাশের নৌকাগুলোর লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৯ জনকে জীবিত উদ্ধার করেন।
স্থানীয়রা বাল্কহেডটি আটক করার চেষ্টা করেন এবং ইঞ্জিনচালিত নৌকা দিয়ে তাড়া করেন। তবে একপর্যায়ে বালুবাহী বাল্কহেডটি পালিয়ে যেতে সক্ষম হয়।
ওসি একেএম আমিনুল হক জানান, নৌকাডুবির সঙ্গে সঙ্গে অন্যান্য নৌকা ও স্থানীয় লোকজনের সহায়তায় যাত্রীরা তীরে উঠতে সক্ষম হয়। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যাচ্ছে। এ সময় যাত্রীদের পানিতে পড়ে সাঁতরে জীবন বাঁচানোর চেষ্টা করতে দেখা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ