ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি
.jpg)
ডুয়া নিউজ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে বিকেলে নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ গুদারাঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নৌকাটি দুটি পরিবারের ৯ জন যাত্রী নিয়ে বন্দর পূর্ব পাড়ে যাচ্ছিল। শীতলক্ষ্যা নদীর দক্ষিণ দিকে যাওয়ার সময় বাল্কহেডটির সাথে সংঘর্ষে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ৯ জনকেই জীবিত উদ্ধার করেন।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নবীগঞ্জ গুদারাঘাটের পশ্চিম পাশ থেকে একটি নৌকায় দুটি পরিবারের ৯ জন যাত্রী বন্দর পূর্ব পাড়ে যাচ্ছিলেন। শীতলক্ষ্যা নদীর দক্ষিণ দিকে যাওয়ার সময় তারা একটি বালুবাহী বাল্কহেডের সামনে পড়েন। বাল্কহেডটি নৌকাটিকে টেনে নিয়ে নদীর কিছুটা দূরে চলে যায়। এর পর নৌকাটি ডুবে গেলে যাত্রীরা প্রাণ রক্ষার্থে চিৎকার করতে থাকেন। আশপাশের নৌকাগুলোর লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৯ জনকে জীবিত উদ্ধার করেন।
স্থানীয়রা বাল্কহেডটি আটক করার চেষ্টা করেন এবং ইঞ্জিনচালিত নৌকা দিয়ে তাড়া করেন। তবে একপর্যায়ে বালুবাহী বাল্কহেডটি পালিয়ে যেতে সক্ষম হয়।
ওসি একেএম আমিনুল হক জানান, নৌকাডুবির সঙ্গে সঙ্গে অন্যান্য নৌকা ও স্থানীয় লোকজনের সহায়তায় যাত্রীরা তীরে উঠতে সক্ষম হয়। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যাচ্ছে। এ সময় যাত্রীদের পানিতে পড়ে সাঁতরে জীবন বাঁচানোর চেষ্টা করতে দেখা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার