ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

জয়ার মন্তব্যে ক্ষুব্ধ পাপারাজ্জিরা, বচ্চন পরিবারকে বয়কটের ডাক

২০২৫ ডিসেম্বর ০৫ ০০:০০:০২

জয়ার মন্তব্যে ক্ষুব্ধ পাপারাজ্জিরা, বচ্চন পরিবারকে বয়কটের ডাক

বিনোদন ডেস্ক: বলিউডের প্রবীণ অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চনের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে পুরো বচ্চন পরিবারকে বয়কটের ডাক দিয়েছেন মুম্বাইয়ের পাপারাজ্জিরা। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিক ও ছবিশিকারিদের পোশাক এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে জয়া বচ্চনের কটাক্ষের জেরে এই কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন তারা।

সম্প্রতি ‘উই দ্য ওম্যান’ নামক এক অনুষ্ঠানে জয়া বচ্চন পাপারাজ্জিদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘এরা নোংরা জামাকাপড় পরে চলে আসে, হাতে থাকে মোবাইল আর ক্যামেরা। এদের কি কোনো শিক্ষাগত যোগ্যতা আছে?’ তিনি আরও মন্তব্য করেন যে, শুধু হাতে ক্যামেরা বা ফোন থাকলেই সাংবাদিক হওয়া যায় না, এর জন্য পড়াশোনার প্রয়োজন।

জয়া বচ্চনের এমন মন্তব্যে চরম অপমানিত বোধ করছেন মুম্বাইয়ের আলোকচিত্রীরা। তাদের দাবি, অমিতাভ বচ্চন যখন প্রতি রবিবার ভক্তদের সঙ্গে দেখা করেন, তখন মূলধারার গণমাধ্যম না থাকলেও পাপারাজ্জিরা সেখানে উপস্থিত থাকেন। অথচ জয়া বচ্চন তাদের ইউটিউবার বা ভ্লগারদের সঙ্গে গুলিয়ে অপমানজনক কথা বলেছেন।

আত্মসম্মান রক্ষার্থে পাপারাজ্জিরা তাদের সহকর্মীদের বচ্চন পরিবারের ছবি তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তবে বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবার হওয়ায় এই বয়কট শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত