ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
ইসিকে ভোটগ্রহণের সময়সীমা বাড়ানোর প্রস্তাব বিএনপির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটগ্রহণের সময়সীমা বাড়ানোসহ বেশ কিছু প্রস্তাবনা নির্বাচন কমিশনের (ইসি) কাছে তুলে ধরেছে দলটি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
নজরুল ইসলাম খান বলেন, ‘অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা চাই যথাসময়ে নির্বাচন হোক। নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।’
এবার সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দুটি আলাদা ব্যালট পেপার থাকবে। এতে ভোট দিতে সময় বেশি লাগতে পারে। এই বিবেচনায় বর্তমান সময়সূচি (সকাল ৮টা থেকে বিকেল ৪টা) পরিবর্তন করে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণের প্রস্তাব দিয়েছে বিএনপি। এছাড়া প্রতিটি বুথে ভোটারের সংখ্যা কমানো এবং মার্কিং প্লেস ও ব্যালট বাক্সের সংখ্যা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ইসি জানিয়েছে, আগামী রোববার কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে এনআইডি কার্ডের বিকল্প হিসেবে পাসপোর্টকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার জোর দাবি জানিয়েছে বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, অনেক প্রবাসীর এনআইডি না থাকলেও পাসপোর্ট আছে। তাই পোস্টাল ব্যালট বা ভোটার হওয়ার ক্ষেত্রে পাসপোর্টকে বিবেচনা করা উচিত।
এছাড়া ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে কোনো বেসরকারি (প্রাইভেট) প্রেস ব্যবহার না করার দাবি জানিয়েছে বিএনপি। কমিশন তাদের আশ্বস্ত করেছে যে, সরকারি প্রেসেই ব্যালট ছাপানো হবে।
বিএনপি নেতা জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাত্রার প্রস্তুতি চলছে। সম্ভবত শুক্রবার ভোরেই তিনি চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়বেন। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় না থাকা প্রসঙ্গে তিনি বলেন, এটি বড় কোনো সংকট নয়। কমিশন চাইলে যেকোনো সময় নাম অন্তর্ভুক্তির সুযোগ দিতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প