ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ইসিকে ভোটগ্রহণের সময়সীমা বাড়ানোর প্রস্তাব বিএনপির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটগ্রহণের সময়সীমা বাড়ানোসহ বেশ কিছু প্রস্তাবনা নির্বাচন কমিশনের (ইসি) কাছে তুলে ধরেছে দলটি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
নজরুল ইসলাম খান বলেন, ‘অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা চাই যথাসময়ে নির্বাচন হোক। নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।’
এবার সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দুটি আলাদা ব্যালট পেপার থাকবে। এতে ভোট দিতে সময় বেশি লাগতে পারে। এই বিবেচনায় বর্তমান সময়সূচি (সকাল ৮টা থেকে বিকেল ৪টা) পরিবর্তন করে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণের প্রস্তাব দিয়েছে বিএনপি। এছাড়া প্রতিটি বুথে ভোটারের সংখ্যা কমানো এবং মার্কিং প্লেস ও ব্যালট বাক্সের সংখ্যা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ইসি জানিয়েছে, আগামী রোববার কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে এনআইডি কার্ডের বিকল্প হিসেবে পাসপোর্টকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার জোর দাবি জানিয়েছে বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, অনেক প্রবাসীর এনআইডি না থাকলেও পাসপোর্ট আছে। তাই পোস্টাল ব্যালট বা ভোটার হওয়ার ক্ষেত্রে পাসপোর্টকে বিবেচনা করা উচিত।
এছাড়া ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে কোনো বেসরকারি (প্রাইভেট) প্রেস ব্যবহার না করার দাবি জানিয়েছে বিএনপি। কমিশন তাদের আশ্বস্ত করেছে যে, সরকারি প্রেসেই ব্যালট ছাপানো হবে।
বিএনপি নেতা জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাত্রার প্রস্তুতি চলছে। সম্ভবত শুক্রবার ভোরেই তিনি চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়বেন। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় না থাকা প্রসঙ্গে তিনি বলেন, এটি বড় কোনো সংকট নয়। কমিশন চাইলে যেকোনো সময় নাম অন্তর্ভুক্তির সুযোগ দিতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন