ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

অনার্স ও সমমান শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে অন্তর্বর্তী সরকার

২০২৫ ডিসেম্বর ০৪ ১৫:১৯:২৮

অনার্স ও সমমান শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক: অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সহজ করতে স্নাতক পর্যায়ে বড় উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তিকৃত বা অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা বৃত্তি দিতে আবেদন কার্যক্রম চালু হয়েছে। ৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

বুধবার (৩ ডিসেম্বর) ট্রাস্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও সমমান পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (পাস ও অনার্স) বা সমমান শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণে ২০২৫-২৬ অর্থবছরে এই সহায়তা প্রদান করা হবে।

‘ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা-২০২০’ অনুযায়ী আবেদন করতে হবে https://www.eservice.pmeat.gov.bd/admission লিংকে। এছাড়া PMEAT ওয়েবসাইটে দেওয়া প্রত্যয়ন ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ নিয়ে আপলোড করতে হবে।

অনলাইনে আবেদনকালে যদি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান তালিকায় না পাওয়া যায়, তবে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ইআইআইএনসহ প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে ট্রাস্টের সফটওয়্যারে অন্তর্ভুক্তির আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীর সন্তানদের জন্য বেতন-গ্রেড সংক্রান্ত প্রত্যয়নপত্র বাধ্যতামূলক।

অন্যান্য আবেদনকারীদের ক্ষেত্রে বছরে আয় ২ লাখ টাকার কম হওয়ার প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি প্রতিবন্ধী, এতিম, ভূমিহীন, নদী ভাঙনকবলিত, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন তবে শর্ত হিসেবে অবশ্যই প্রমাণপত্র আপলোড করতে হবে।

আবেদনের সঙ্গে সর্বশেষ পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র এবং শিক্ষার্থী/পিতা/মাতার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট নম্বর জমা দিতে হবে। অন্য কারও অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়। সব নথি অনলাইনে আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে; কোনো কাগজপত্র ডাকযোগে পাঠাতে হবে না।

৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় নথি প্রস্তুত রেখে আবেদন সম্পন্ন করতে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত