ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ উদ্বোধন
.jpg)
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানে নতুন উদ্যোগ হিসেবে শেখ মুজিবুর রহমান হলের নবনির্মিত বর্ধিত ’জুলাই শহিদ স্মৃতি ভবনে’র উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ভবনটির উদ্বোধন করেন।
এই আধুনিক সুবিধাযুক্ত ভবনে ২৫২টি কক্ষে মোট ১০০৮ জন শিক্ষার্থী থাকতে পারবেন। ভবনটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা দিয়ে নির্মিত হয়েছে, যেখানে সি.সি. ক্যামেরা, আধুনিক ফায়ার হাইড্রেট সিস্টেম, ইমার্জেন্সি সিঁড়ি, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য র্যাম্প এবং ৫টি লিফট রয়েছে। এছাড়া ভবনটির নিচ তলায় রয়েছে প্রাধ্যক্ষ অফিস কক্ষ, মিটিং রুম, ডাইনিং, অডিটরিয়াম, সেলুন, লন্ড্রি এবং দ্বিতীয় তলায় মসজিদ, ক্যান্টিন, টিভি রুম, গেমস রুমসহ অন্যান্য সুবিধা রয়েছে। তৃতীয় তলা থেকে ১১ তলা পর্যন্ত রয়েছে ছাত্র কক্ষ ও রিডিং রুম।
অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, কয়েকটি কারণে আজকের দিন গুরুত্বপূর্ণ। প্রথমত, শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধান ইস্যু। এই সংকট যেন সহনীয় পর্যায়ে আনা যায় সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এর লক্ষ্যে আজকের এই ভবন উদ্বোধন। দ্বিতীয়ত, এই ভবনটি আধুনিক একটি স্থাপত্য। ভবনটির নামকরণটি হয়েছে শহিদদের স্মরণে। সেই শহিদদের রেখে যাওয়া দায় কিছুটা পূরণের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এই হলের প্রতিটি জিনিস বিপ্লবের স্মৃতিকে ধারণ করছে। এটা আমরা ভাবতে পারলেই আমাদের দায়িত্ব পালন করতে পারবো৷ হলটিকে সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে শিক্ষার্থীদের। আমাদের অত্যন্ত যত্নের সঙ্গে ভবনটি ব্যবহার করতে হবে। এসময় এই ভবন নির্মাণের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ভাষা আন্দোলনের মাসের প্রথম দিনে অভ্যুত্থানের শহিদদের সম্মানে এই ভবনটি উদ্বোধন করা হলো। আমাদের জন্য আজকের এ দিনটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। এই ভবনটি নির্মাণে প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা হল প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, হলের হাউজ টিউটর, হলের কর্মকর্তা-কর্মচারী ও হলের আবাসিক শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা