ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
সাত কলেজ: শিক্ষক-শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষকরা ক্যাম্পাসের স্বতন্ত্রতা রক্ষার দাবিতে অবস্থান নিয়েছেন। একই সময়ে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরাও গেটের বাইরে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। বুধবার বেলা আড়াইটার দিকে শিক্ষক ও শিক্ষার্থীদের এই মুখোমুখি অবস্থান লক্ষ্য করা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা কলেজের গেট বন্ধ করে পুলিশ শিক্ষকদের মধ্যবর্তী অবস্থানে মোতায়েন করা হয়েছে। এ সময় ইডেন বাঁচাও রক্ষা পরিষদের শিক্ষার্থীরা ঢাকা কলেজের অধ্যক্ষ এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কার্যালয় অবরুদ্ধ অবস্থান নিয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক বলেন, “ঢাকা কলেজের ভেতরে দুই কলেজের শিক্ষকরা অবস্থান করছেন, আর বাইরে শিক্ষার্থীরা। কোনো তৃতীয় পক্ষ পরিস্থিতি জটিল করতে না পারে তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত সকলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
অধ্যাদেশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী জানান, রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজ দীর্ঘদিনের শোষণ, অনিয়ম ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসেছে। রাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় গত দুই বছর ধরে শিক্ষার্থীদের আন্দোলন চলছেই।
শিক্ষার্থীরা বলেন, “সেপ্টেম্বর মাসে একটি খসড়া অধ্যাদেশ জারি করা হয়েছে। তারপরও সাত কলেজের কিছু শিক্ষক বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষা প্রদান করতে আগ্রহী নন। রাষ্ট্র শিক্ষার্থীদের কল্যাণে একটি উন্নত বিশ্ববিদ্যালয় মডেল দিতে চাইলেও শিক্ষকদের অবস্থান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা খুবই ন্যাক্কারজনক।”
তিনি আরও বলেন, “আজকের বিক্ষোভের সময় শিক্ষকেরা ইচ্ছাকৃতভাবে মুখোমুখি অবস্থান নিয়ে পরিস্থিতি উত্তেজিত করার চেষ্টা করছেন। তবে আমরা কোনো প্ররোচনায় পা দেব না।”
ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত