ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

ব্যাংকিং ইতিহাসে বৃহত্তম মূলধন নিয়ে শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক

২০২৫ ডিসেম্বর ০২ ১৮:০১:৪৬

ব্যাংকিং ইতিহাসে বৃহত্তম মূলধন নিয়ে শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে বড় মূলধন কাঠামোর একটি নিয়ে 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি' আজ, ২ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। পাঁচটি ইসলামী ব্যাংক— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—একীভূত হয়ে এই নতুন ব্যাংক গঠিত হয়েছে। মতিঝিলের সেনা কল্যাণ ভবনে স্থাপিত প্রধান কার্যালয়ে নতুন ব্যাংকটির দাপ্তরিক কাজ শুরু হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন এই ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

গত রবিবার (৩০ নভেম্বর) গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বোর্ড সভায় এই একীভূতকরণের সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে, সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স পাওয়ার পর ব্যাংকটির কার্যক্রম আজ চালু হলো।

'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি'র পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা, এবং আমানতকারীদের শেয়ার রূপান্তর থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকটির অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা, যা দেশের ব্যাংকিং ইতিহাসে বৃহত্তম।

বাংলাদেশ ব্যাংক প্রত্যাশা করছে, এই উদ্যোগের ফলে ইসলামী ব্যাংকিং খাতে দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানত ফেরতের প্রক্রিয়া গতি পাবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই গ্রাহকদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া শুরু হবে। এরপর বড় অঙ্কের আমানত পর্যায়ক্রমে ফেরতের জন্য একটি রোডম্যাপ চূড়ান্ত করা হচ্ছে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত