ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

আজকের ভূমিকম্প: ৪.৯ মাত্রার কম্পনে কাঁপল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া

২০২৫ ডিসেম্বর ০২ ১০:২৭:৫০

আজকের ভূমিকম্প: ৪.৯ মাত্রার কম্পনে কাঁপল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া

সরকার ফারাবী: দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশও আবার অনুভব করল ভূমিকম্পের ঝাঁকুনি। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৪.৯। ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল।

সংস্থাটির ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৫ মিনিট ১৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। কম্পনের গভীরতা ছিল ১০৬.৮ কিলোমিটার।

তাদের তথ্যানুযায়ী, ভূমিকম্পের প্রভাব পড়ে বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগসহ মিয়ানমার এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎস ছিল মিয়ানমারের ফালামে অঞ্চল। গভীরতাও তাদের তথ্য অনুযায়ী ১০৬.৮ কিলোমিটার ছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত