ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
দালালের খপ্পরে পড়ে রাশিয়ায় পাচার বাংলাদেশি যুদ্ধে নিহত
ডুয়া ডেস্ক: সংসারে সচ্ছলতা আর সন্তানদের ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন নাটোরের সিংড়ার হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী। কিন্তু সেখানে অতি বেদনাদায়ক এক ঘটনায় তাদের জীবন বদলে যায়। চাকরির প্রলোভনে তারা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশ নিতে বাধ্য হন। যেখানে দুর্ঘটনাবশত প্রাণ হারান হুমায়ুন কবির। আর দুলাভাই রহমত আলী এখন দেশে ফিরে আসতে চান।
এখন হুমায়ুনের স্ত্রীর জন্য পরিস্থিতি আনেক বেশি অস্বস্তিকর। একমাত্র ছেলের মৃত্যুর শোক এবং তার নিষ্প্রয়োজনীয়তা নিয়ে কারিমুন বেগমের চোখের পানি যেন শুকিয়ে গেছে। তিনি জানান, তাদের রাশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল স্বপ্নের মতো কিন্তু সেখানকার বাস্তবতা ছিল ভিন্ন। দালালদের প্রলোভনে তারা জমিজমা বিক্রি করে এবং স্ত্রীর গহনা ও ঋণ নিয়ে যাত্রা করেন। রাশিয়ায় পৌঁছানোর পর তাদেরকে যুদ্ধের জন্য জোর করে বাধ্য করা হয়।
হুমায়ুনের স্ত্রী তারা বেগম বলেন, “আমার স্বামী বিদেশ গিয়েছিলেন স্বপ্ন পূরণের জন্য কিন্তু তার স্বপ্ন কখনোই বাস্তব হয়নি। আমি সরকারের কাছে দাবি করছি আমার স্বামীর লাশ এবং ননদের জামাইকে দ্রুত ফিরিয়ে আনা হোক।”
রহমত আলীর স্ত্রীও একইভাবে দালালদের প্রতারণা সম্পর্কে কথা বলেন। তিনি জানান, তাদেরকে সাইপ্রাসের ভিসার কথা বলে রাশিয়ায় নিয়ে আসা হয়। সেখানে পৌঁছানোর পর তারা উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি হন।
হুমায়ুন কবিরের মা কারিমুন বেগম বলেন, "আমার ছেলে তো মরে গেছে। এখন জামাইটাকে যেনে ফিরে পায় সেটাই আমার প্রার্থনা।"
স্থানীয় দাতব্য সংস্থার একজন কর্মকর্তা বলেন, "আমরা পরিবারটির পাশে রয়েছি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।"
এই ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য জানার জন্য স্থানীয় দালালদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন নম্বরগুলি বন্ধ পাওয়া যায়। আর ঢাকার ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড টুরস লিমিটেড কোম্পানির সাথে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
স্থানীয় নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন এবং ভুক্তভোগী পরিবারের যেকোনো নির্দেশনা পেলেই যথাযথ ব্যবস্থা নিবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল