ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শুভ-ঐশীর ভিডিও

২০২৫ নভেম্বর ২৯ ১৬:১১:২৯

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শুভ-ঐশীর ভিডিও

বিনোদন ডেস্ক: ঢাকাই সুপারস্টার আরিফিন শুভ সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। কিছুদিন আগে তিনি তার সহঅভিনেত্রী ঐশীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন, যা নিয়ে আলোচনা এখনও অব্যাহত।

এর মাঝেই গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শুভ ও ঐশীর একটি ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও। ভিডিওতে দেখা গেছে, নদীর পাশের কাশবনের মধ্যে শুভ তার সহঅভিনেত্রী ঐশীকে চুমু দিচ্ছেন।

তবে জানা গেছে, এই ভিডিওটি মূলত ‘নূর’ সিনেমার একটি গানের ক্লিপ। সিনেমার কোনো গান এখনও প্রকাশিত হয়নি, কিন্তু কেউ সোশ্যাল মিডিয়ায় ক্লিপটি ছড়িয়ে দেওয়ায় তা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

‘নূর’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়ে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে আসবে। তবে কখন মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে আরিফিন শুভ বর্তমানে নতুন একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমায় তার বিপরীতে থাকছেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন এবং নাম চূড়ান্ত হয়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত