ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের সম্পূর্ণ ফ্রি সিএসসি স্কলারশিপ

২০২৫ নভেম্বর ২৯ ১১:৩৮:০৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের সম্পূর্ণ ফ্রি সিএসসি স্কলারশিপ

ডুয়া ডেস্ক: বর্তমানে চীন আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি জনপ্রিয় গন্তব্য হিসেবে স্বীকৃত। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীন একটি স্বপ্নের দেশ, যেখানে তুলনামূলকভাবে সহজে পূর্ণ স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো সিএসসি স্কলারশিপ। উহান ইউনিভার্সিটিতে এই স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৬।

উহান শহরে অবস্থিত উহান ইউনিভার্সিটি চীনের প্রাচীন ও মর্যাদাপূর্ণ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। বিশ্ববিদ্যালয়টি আধুনিক ল্যাবরেটরি, আন্তর্জাতিক মানের গবেষণা সুবিধা, মনোরম ক্যাম্পাস এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশের জন্য বৈশ্বিকভাবে পরিচিত। চীনের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য।

স্কলারশিপ সুযোগ ও সুবিধা

উহান ইউনিভার্সিটির সিএসসি স্কলারশিপটি সম্পূর্ণ অর্থায়িত। চীন সরকার পরিচালিত এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—

*সম্পূর্ণ টিউশন ফি ও আবেদন ফি মওকুফ;

*বিনা মূল্যে আবাসন সুবিধা প্রদান করবে;

*মাসিক ভাতা প্রদান করবে। স্নাতকোত্তরে ৩,০০০ চায়নিজ ইউয়ান ও পিএইচডিতে ৩,৫০০ চায়নিজ ইউয়ান দেওয়া হবে;

আবেদনের যোগ্যতা

আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে

স্নাতকোত্তরের জন্য বয়স ৩৫ বছরের নিচে এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে

পিএইচডির জন্য বয়স ৪০ বছরের নিচে এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

ইংরেজিতে দক্ষ হতে হবে (TOEFL ≥ 80 বা IELTS ≥ 5.5)

প্রয়োজনীয় নথিপত্র

*চায়না গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন ফরম;

*সর্বোচ্চ শিক্ষাগত সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের নোটারাইজড কপি;

*স্টাডি প্ল্যান/রিসার্চ প্ল্যান (১,০০০ শব্দের মধ্যে, ইংরেজি বা চীনা ভাষায়);

*দুইটি সুপারিশপত্র (প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর);

*পাসপোর্টের স্ক্যানড কপি;

*স্বাস্থ্য পরীক্ষার সনদ;

আবেদন প্রক্রিয়া

আবেদনের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬।

আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। শিক্ষার্থীদের অবশ্যই তাদের পছন্দের প্রোগ্রাম নির্বাচন করে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন নির্দেশনার জন্য প্রবেশ করুন—

CSC অফিসিয়াল আবেদন পোর্টাল: studyinchina.csc.edu.cn

উহান ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থী আবেদন পোর্টাল: admission.whu.edu.cn

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ