ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

ভিন্ন মত প্রকাশ করলে শত্রু হিসেবে দেখা হয়: মির্জা ফখরুল 

২০২৫ নভেম্বর ২৮ ১৪:১৬:১৯


ভিন্ন মত প্রকাশ করলে শত্রু হিসেবে দেখা হয়: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক: দেশে মতভিন্নতার প্রতি অসহনশীলতা গণতন্ত্রের জন্য বড় বাধা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভিন্ন মত প্রকাশ করলেই কাউকে শত্রু মনে করা বা অপপ্রচার চালানো অগ্রহণযোগ্য। এ ধরনের আচরণ থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে এমন আহ্বান জানান তিনি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিল উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের দিকে পুরো জাতি তাকিয়ে আছে এবং এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যাশা তৈরি হয়েছে। গণতন্ত্রের জন্য গণমাধ্যম স্বাধীনতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ‘ভাবনার মিল না হলেও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করতে হবে। রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে কেউ গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে না।’

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি গণমাধ্যমবান্ধব দল। জিয়াউর রহমান বন্ধ থাকা পত্রিকা চালুর মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া গণমাধ্যম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চাকরি ও পেশাগত অধিকার রক্ষায় সাংবাদিক সংগঠনগুলোকে শক্তিশালী হওয়ার পরামর্শও দেন তিনি এবং কোনো রাজনৈতিক দলের অনুসারী না হয়ে পেশাদারিত্বে অটল থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং অন্যান্য অতিথিরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত